আমরা যদি কোন কিছু সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের প্রথমেই সেই জিনিসটা সম্পর্কে ধারণা নিতে হবে। আচ্ছা তোমরা কি জানো প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি আরেকটির সাথে প্রায় মিল থাকে। যেমন আমরা চেয়ার অর্থ বুঝি চেয়ার। চেয়ার শব্দ শুধু ইংরেজি ভাষাতে ব্যাবহার হয় না শুধু এই শব্দ আমাদের বাংলা ভাষাতেও ব্যাবহার হয়ে থাকে। ঠিক তেমনি পাইথন ভাষার সাথে Perl, C, and Java প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর অনেক মিল আছে। তারপরেও অবশ্যই কিছু ব্যাবধান আছে ভাষা গুলির মাঝে। এখন আমরা একটি প্রোগ্রাম লিখতে যাচ্ছি যা অধিকাংশ প্রোগ্রামার লিখে থাকে তাদের প্রথম প্রোগ্রাম হিসাবে। আর তা হল Hello, Python! প্রিন্ট করা কম্পিউটার এর স্ক্রীনে। তার জন্য আমাদের প্রথমেই পাইথন এর ইন্টারপ্রেটার চালু করতে হবে। এখন আমরা স্ক্রীনে >>> চিহ্ন দেখতে পাচ্ছি। এই চিহ্নর মাধ্যমে ইন্টারপ্রেটার আমাদের বুঝাতে চাচ্ছে যে সে এখন কোড ইন্টারপ্রেট করার জন্য প্রস্তুত। এখন আমরা নিচের কোডটি লিখব এবং লিখার পর এন্টার বাটনে চাপ দিবঃ >>> print ("Hello, Python!") এন্টার চাপার পর আমরা নিচের মত ফলাফল দ...