দরিদ্র বাংলাদেশ
বাংলাদের একটি দরিদ্র দেশ। হ্যা আমি জানি বাংলাদের একটি উন্নয়নশীল, মধ্যবিত্ত আয়ের দেশ। অন্তত দরিদ্র নয়। কিন্তু আমি যে দরিদ্র বললাম তার একটি কারণ আছে। এবার বলছি কারণটি...... আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা A+ ভিত্তিক। বাচ্চা স্কুলে ভর্তি হবার সময় থেকেই শুরু হয় প্রতিযোগিতার পালা। ভর্তি হবার ৬ বছরের মাথায় তাকে দিতে হয় জীবন তৈরি করার মহৎ পরীক্ষা, যাতে A+ পেয়েই জীবনের প্রথম ধাপ এগোনো। এর পর তো আছে jsc, ssc, hsc। এখানেও রয়েছে A+, যা না পেলে সে ছাত্র হিসেবে গন্য নয় বা তার দ্বারা ভবিষ্যতে কিছু হবে বলে কেউ খুব একটা আশা করে না। আমাদের দেশের স্কুলগুলো এই A+ পাওয়া নিয়ে প্রতিযোগিতায় নামে। আর এক এক জন কিভাবে A+ এর ভিতরে অন্যতম হবে তার চিন্তা করেই জীবন শেষ। ক্লাসে যদি বলা হয় কে কি হবে তাহলে হাত বেশি উঠবে ডক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক...... এখানেও শিক্ষক এর একটি কোটা রয়েছে। তা হল বুয়েট থেকে পড়ে আসলে দাম বেশি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হলে তো কথাই নেই। ভালো পড়াক আর বুঝাক তা কোনো ব্যাপার না সে বুয়েটে পড়ুয়া (বর্তমানের কোচিং সেন্টার এর বড় ভাইগুলো কে উদ্দেশ্য করেই বললাম)। এবার আসি ডাক্...