তুমি যেই কাজটা করতে সবচেয়ে বেশী ভালবাস
চীনা দার্শনিক কনফুসিয়াস এর একটা কথা আছে- “ তুমি যেই কাজটা করতে সবচেয়ে বেশী ভালবাস, তা যদি জীবিকা হিসেবে বেছে নাও, তাহলে তোমাকে জীবনে এক দিনও কাজ করতে হবে না।” কিন্তু আমাদের জীবনটা তো আর কনফুসিয়াস এর মতন নয়। আমরা সবচেয়ে বেশী ভালবাসি গল্পের বই পড়তে, আমরা ভালবাসি ছবি আঁকতে, আমরা ভালবাসি মনের সবটুকুন আবেগ ঢেলে দিয়ে প্রিয়জনকে চিঠি লিখতে, আমরা ভালবাসি বন্ধুদের আড্ডায় গান গেয়ে মাতিয়ে তুলতে। আমরা ভালবাসি ছোট বোনের জন্মদিনের আয়োজনটা আরও একটু মজার করে তুলতে, আমরা ভালবাসি তুখোড় বক্তৃতা দিয়ে মানুষকে মুগ্ধ করে দিতে!! কিন্তু আমরা সত্যি কি তা পারি? কনফুসিয়াস নিজেই তা পারেন নাই! তার সকল কাজ, সকল লেখা পুড়িয়ে ফেলা হয়, এমনকি যারা তার কথা মনে রেখেছিল তাদেরও জীবিত কবর দেয়া হয়! আর আমরা তো আমরাই!!! আমরা আমাদের ইচ্ছা টুকুন পুড়িয়ে ফেলি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে গিয়ে। আমরা আমাদের নিজেদের কবর দেই অন্যের ইচ্ছার কাছে! না, এই ইচ্ছাগুলোও হয়তবা অমূলক না, প্রত্যেক বাবা মায় চায়, তাদের সন্তানদের ভবিষ্যৎটুকুন নিশ্চিত করতে! আপনি, মা কিংবা বাবা হলে আপনিও চাইবেন। (কেউ কেউ হয়ত মনে মনে বলছেন, না! আমি আমার ছেলে মেয়...