মনের ধাঁধা
সম্রাট দরবারের সবাইকে ধাঁধাটির সমাধানের চেষ্টা করার জন্যে নির্দেশ দিলেন।
পন্ডিত বললেন, ‘আমার সঙ্গীর সঙ্গে আমি সর্বাবস্থায় বিদ্যমান। আমি ছোট্ট জায়গায় বাস করি, কিন্তু চোখের পলকে বহুদুর ঘুরে আসতে পারি। আমাকে ছাড়া আমার সঙ্গী অচল। এই আমি কে?’
দরবারের সবাই চুপ। এমন ধাঁধা তো তাঁরা কখনও শোনেননি।
বীরবল ঠান্ডা মাথায় চিন্তা করে বললেন, ‘পন্ডিত মহাশয়, আপনার এই “আমি” আর কেউ নয়। মানুষের মন। মানুষের মনই তো তার সবচেয়ে বড় সঙ্গী এবং সর্বদা তার সঙ্গে বিদ্যমান। মনই তো চোখের পলকে বহুদূর ঘুরে আসতে পারে। কি, ঠিক বলিনি?’
পন্ডিত বীরবলের প্রশংসায় হলেন পঞ্চমুখ। দরবারের সবাই বীরবলের প্রশংসা না করে পারলেন না।
Comments
Post a Comment