এই রচনাটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে গরু খুঁজতে উৎসাহিত করা। এখন যদি আপনি বলেন, ভাই আমার তো গরু নাই, তাহলে গরু খুঁজবো কেমন করে, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনার গরু আছে-কিন্তু আপনি জানেন না যে আপনার গরুটা আসলে আপনার গরু। কারণ আপনি কোনদিন আপনার গরুটাকে খুঁজেনই নাই, মহাজনের স্বাস্থ্যবান গরু দেখে মনে করেছেন যে আপনার গরু খোঁজার যোগ্যতা নাই। হয়তো আপনি অন্য কারো গরুকে নিজের ভেবে পেলেপুষে বড় করছেন-অথচ জানেনও না যে কেনো করছেন। অথবা আপনি হয়তো ভেড়া হয়ে গেছেন, আপনার মগজে সাদা সাদা পশম গজিয়েছে এবং আপনি সবাই যেদিকে যাচ্ছে, সেদিকেই যাচ্ছেন-কিন্তু কোথায় যে যাচ্ছেন-ঠিক জানেন না। অথচ আপনি কিন্তু গরু খুঁজতে পারতেন, খুজে পেলে সেই গরু দুধ দিতো, মাংস দিতো, হালচাষে সাহায্য করতো আর হাগুও করতো যা দিয়ে আপনি আর আপনার আশেপাশের সবাই উপকৃত হত। আপনি অবশ্য এতোক্ষণে টের পেয়ে গেছেন যে এই গরু সেই গরু না-আর এই ভেড়া সেই ভেড়া না। এই বইয়ের গরু খোঁজা মানে হচ্ছে গবেষণা। গবেষণা (গো+এষণা) শব্দটার বুৎপত্তিগত (etymological) অর্থ হলো গরু খোঁজা। মনে করে দেখেন-এসএসসির বাংলা ব্যকরণের বইতে লেখা থাকে যে গবেষণা একটা রুঢ়ি শব্দ কারণ এই...
Comments
Post a Comment