আমার কথা
_মানুষ এমনই! যার চিন্তায় আপনার চুল পড়ে যাচ্ছে, সে-ই সবার আগে আপনাকে "টাক্কু" বলবে। _কাউকে 'হালারপুত' বলে কানের নিচে একটা দিতে ইচ্ছে করা সত্ত্বেও তার সাথে 'ভাই' বলে হেসে হেসে কথা বলার প্রক্রিয়াকেই ফর্মালিটি বলে। _সিদ্ধান্ত নিন- "নিজে খারাপ হবেন, নাকি খারাপদের সহ্য করবেন।" জগতে বেঁচে থাকার কেবল এই দুইটি পথই এখন খোলা আছে। _যে দুঃসময়ে আমার না, সে কখনই আমার না ! _মেয়েটা বলল, "সব ছেলেরাই ছেইম!" আমি বললাম, "তোমারে কে বলছে সব ছেলেদের টেস্ট করতে ??" _পৃথিবীর নিরানব্বই ভাগ মিথ্যা আশ্বাস বিনিময় হয় গভীর রাতে। _আসকারা পেলে সব মানুষই মাথায় উঠে। কেউ উঠে উকুন বেছে দেয়, কেউ চুল ছিড়ে দেয়। _মানুষ ভুলতেই বসেছে, শরীরের ৮০ কেজি গোস্তের চেয়ে মাথার দেড় কেজি মগজ বেশি দরকারি! _তোমার হাতের স্পর্শ আমাকে যতটা শিহরিত করে, পাশেই বিস্ফোরিত ককটেলও ততটা করে না। তোমাকে আমি গ্রেনেড বলে ডাকি ? _কেউ যদি একবার টের পেয়ে যায় যে, সে লাত্থি উষ্টা দিলেও আপনি তাকে ছেড়ে যাবেন না, তাহলে সে আপনাকে লাত্থি উষ্টা দিতেই থাকবে। এবং দিতেই থাকবে... _যখন তুমি তোম...