Posts

Showing posts from May, 2019

মেন্টরের কেরামতি

Image
মেন্টর তাকেই বলে যে আপনাকের প্রতিটি মুহুর্ত গাইড করে আপনার স্বপ্নের দিয়ে এগিয়ে যেতে। স্বপ্ন কিংবা গন্তব্যে পৌছানোর জন্য একজন মেন্টর এর ভূমিকা সত্যিই অভাবনীয়। আমরা অনেকেই হয়তো অনেক মুভিতে দেখেছি যেখানে একজন মেন্টর কি পরিমাণ পরিশ্রম করে। আপনিও যদি চান আপনার স্বপ্নে পৌছাতে তাহলে আপনাকেও খুজে বাহির করতে হবে এমন একজন মানুষকে যিনি ইতি মধ্যেই আপনার স্বপ্নকে জয় করে ফেলেছে কিংবা সেই পথে অনেকদিন ধরে হাটছে। এখন আসি মূল কথায় , আপনি হয়তো এমন কাউকে এখনো চিনেন না যিনি আপনাকে সাহায্য করবে, তখন কি করবেন? 👀 /=/ খুব সহজ গুগল করুন দেখবেন অনেক ব্যাক্তি আপনার স্বপ্নের জায়গায় বিচরণ করছে। তাদের বই পড়ুন, অটোবায়োগ্রাফি পড়ুন। যেমনঃ আমার ইচ্ছা একজন সফল উদ্যোক্তা হওয়া। আর তাই আমার প্রিয় ব্যাক্তি হল "এলন মাস্ক" । যিনি প্রতিটি পদে পদে ঠেকে শিখেছে। উনি খুব কম বয়স থেকেই তার যাত্রা শুরু করে দিয়েছে। একটা মজার বেপার দেখুন, এলন মাস্ক কিন্তু আমার মত নগ্য ব্যাক্তিকে চিনেও না। কিন্তু তার অটোবায়োগ্রাফি, তার বই, তার লেকচার কিন্তু আমাকে প্রতিনিয়ত সাহায্য করছে এগিয়ে যেতে। তাছাড়াও আমি সকল বড় বড় উদ্যোক্...