শুধু এক দিক থেকে বিচার করে সিএসইতে (CSE) ভর্তি করাবেন না
সিএসই (CSE) যার পূর্ণরুপ হল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ২০১৮ সালে এই সাবজেক্ট এর বিশাল বাজার মূল্য রয়েছে কারণ বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি গত তিন বছর এর বেশি সময় ধরে তা হল এই সাবজেক্ট এ যারা পড়তে আশে তারা ২ টা দিক খেয়াল করে আশে। ১) বাজার চাহিদা রয়েছে ২) আমার ছেলে/মেয়ে তো সারা দিন মোবাইল কম্পিউটার নিয়ে বসে থাকে তাকে এই সাবজেক্ট নিয়ে পড়তে দিলে ভালো করবে। প্রথমেই বলে রাখি আমার এই পোস্টটা পড়ার পর যাদের স্বপ্ন সিএসই নিয়ে পড়াহয়তো তারা হতাশ হতে পারেন। তবে আমি যা লিখতেছি তা আমার দৃষ্টিকোণ থেকে লিখা তাই এই লিখাটা যে বাকি সবার মতের সাথে মিলবে অথবা ১০০% সঠিক তারও কোন নিশ্চয়তা নেই। বাজার চাহিদাঃ সিএসই সাবজেক্ট এর বাজার চাহিদা ভালো তা দেখে যদি আপনি/আপনার ভাই/বোন/ছেলে/মেয়েকে এই সাবজেক্ট এ ভর্তি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমার মতামত হবে এই সিদ্ধান্ত থেকে বেড়িয়ে আসুন। কারণ আমার দেখা মতে এইটাই এমন এক সাবজেক্ট যেই সাব্জেক্ট এর পিছনে ২৪ ঘণ্টার মঝে ১৮ ঘণ্টা কাজ করার পরও নিজেকে বেস্ট বলে দাবি করা প্রায় আসম্ভব। তাহলে প্রশ্ন করতে পারেনঃ আপ...