ফেসবুক ওরিয়েন্টেশন
ফেসবুক ওরিয়েন্টেশনঃ যা করবো আর যা ছাড়বো! কিছুদিন আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাবার লাইভ ভিডিওটি দেখছিলাম। চমৎকার সব কমেন্ট সেখানে, জাকারবার্গ সাহেবকে অভিনন্দন জানানো থেকে শুরু করে সে নিয়ে ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতায় ভরা সেসব কমেন্ট। পাশাপাশি বাংলাদেশ থেকেও কিছু কমেন্ট দেখলাম। কয়েকটিতে চোখ আটকে গেল। একজন লিখেছেন, “নোয়াখালি বিভাগ চাই!” আরেকজনের সরস কমেন্ট- “এ কেমন বিচার?” অনেকে আবার অবাক করে চিকন পিনের চার্জার চেয়েই যাচ্ছে। একটা কথা মাথায় এলো এসব দেখে। এই যে মার্ক জাকারবার্গের ভিডিওতে এমন অপ্রয়োজনীয় আর অপ্রাসঙ্গিক কমেন্ট করেছেন অনেকেই, ব্যাপারটা কিন্তু নেহাতই রসিকতার পর্যায়ে থাকে না। আমাদের এরকম কমেন্ট, এগুলো কিন্তু শুধু একজন মানুষকে রিপ্রেজেন্ট করে না। এগুলো একটা দেশকেও রিপ্রেজেন্ট করে। এসব দেখে বিদেশের মানুষেরা মনে করতেই পারে, বাঙ্গালিরা হচ্ছে বোকা, তারা জানেও না কোথায় কি কমেন্ট করতে হয়! একবার ভেবে দেখুন তো ব্যাপারটা আমাদের দেশের জন্য কি সাংঘাতিক অপমানজনক? চিন্তা করে দেখলাম, সবাইকে দোষ দিয়েই বা কি লাভ। আমরা স্কুল কলেজে ...